- Lohagaranews24 - https://lohagaranews24.com -

ইতালিতে করোনায় বাংলাদেশি নার্সের মৃত্যু

নিউজ ডেক্স : ইতালিতে দীর্ঘদিন মানবসেবার কাজে নিয়োজিত ছিলেন বাংলাদেশি নার্স নাজমুন্নাহার (৪৫)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৭ জুন দেশটির একটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, তিনি প্রথম কোনো বাংলাদেশি নারী ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেন। ২০০৪ সালে সরকারি ব্যবস্থাপনায় ইতালিতে ১৮ জন নার্স আসে। তাদের মধ্যে তিনি একজন। নাজমুন্নাহারের দেশের বাড়ি ঢাকার গাজীপুরে।

তার স্বামী বর্তমানে বাংলাদেশে আটকাপড়ে আছেন। আগামী ২৩ জুন একটি চ্যার্টার্ড বিমানে তার ইতালিতে ফেরার কথা রয়েছে। এদিকে একমাত্র মেয়ে বাসায় কোয়ারেন্টাইনে রয়েছে। নাজমুন্নাহারের লাশ বর্তমানে দেশটির ভারেজ রিজনাল হাসপাতালের রয়েছে। তার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জাগোনিউজ