ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ইউক্রেন যুদ্ধে ১৪৪০০ রুশ সেনা নিহত!

ইউক্রেন যুদ্ধে ১৪৪০০ রুশ সেনা নিহত!

আন্তর্জাতিক ডেক্স : ইউক্রেনে মস্কোর আক্রমণ শুরুর প্রথম তিন সপ্তাহে ১৪ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে বহু যুদ্ধাস্ত্র।এমনটাই দাবি করেছেন ইউক্রেনের জেনারেল স্টাফ।  

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য যাচাই করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়, রুশ সেনাদের নিহতের বিষয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে ভিন্ন তথ্য। তাদের দাবি, যুদ্ধে রাশিয়ার প্রায় ৭ হাজার সেনা নিহত ও ১৪ থেকে ২১ হাজারের বেশি আহত হয়েছেন।  

ইউক্রেনের কর্মকর্তারা এক ফেসবুক পোস্টে জানায়, এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন। তাছাড়া যুদ্ধে মস্কো বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে রয়েছে সেনা বহনকারী ১ হাজার ৪৭০টি যান, ৬০টি ট্যাংক ও ১০০টির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রোববার (২০ মার্চ) ২৫ দিনের মতো যুদ্ধ চলছে। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে জানিয়েছে জাতিসংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!