Home | দেশ-বিদেশের সংবাদ | আপন জুয়েলার্স-রেইন ট্রির মালিককে তলব

আপন জুয়েলার্স-রেইন ট্রির মালিককে তলব

rain-tree-apon-julerse

নিউজ ডেক্স : আপন জুয়েলার্স ও বনানীর রেইন ট্রি হোটেল মালিককে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে তলব করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বর্ণ ও ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক এবং অবৈধ মদ রাখার দায়ে হোটেল দ্য রেইন ট্রির মালিককে তলব করা হয়েছে।

আগামী ১৭ তারিখ বেলা ১১টায় শুল্ক গোয়েন্দার কাকরাইলের সদর দফতরে কাগজপত্রসহ তাদের হাজির হতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার শুল্ক গোয়েন্দাদের একটি দল আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাক শাখায় অভিযান চালিয়ে ২৮৬ কেজি স্বর্ণ ও ৬১ গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখার দায়ে সাময়িক জব্দ করে। এগুলো আইন অনুসারে সিলগালা করে তাদের হেফাজতে দেয়া হয়।

গুলশানের সুবাস্তু টাওয়ারে আপন জুয়েলার্সের অন্য আরেকটি শাখা বন্ধ পাওয়ায় সেটি সিলগালা করা হয়েছে।

আপন জুয়েলার্স থেকে যেসব স্বর্ণালঙ্কার গতকাল জব্দ করা হয়েছে সেগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

অন্যদিকে দ্য রেইন ট্রি হোটেলে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দার দল ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে গতকাল।

এই মদ উদ্ধারের সময় হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে পারেননি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে রেইন ট্রি মালিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!