- Lohagaranews24 - https://lohagaranews24.com -

আঞ্চলিক গানের সম্রাট গফুর হালীর ইন্তেকাল

abdul-gafur-hali20161221104551

নিউজ ডেক্স : মাইজভান্ডারী গানের বুলবুল, বাংলাদেশের লোকগানের অন্যতম পথিকৃৎ ও চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট, কিংবদন্তি আব্দুল গফুর হালী আর নেই । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে সঙ্গীতের এই দিকপালের জীবনাবসান ঘটে।

মৃত্যুকালে তার বয়স হয়েছির ৮৮ বছর। ৬০ বছর ধরে একটানা গান লিখে চলা হালী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত দুই মাস যাবৎ হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। গফুর হালীর মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আবদুল গফুর হালী চট্টগ্রামের আঞ্চলিক ও মাইজভান্ডারী গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও শিল্পী। শেফালী ঘোষ, সন্দীপন, শিরিনসহ অনেক শিল্পীর উত্থান গফুর হালীর গান গেয়ে।

হালীর গান নিয়ে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে গবেষণাগ্রন্থও।