- Lohagaranews24 - https://lohagaranews24.com -

আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৮তম দিবস

109

এলনিউজ২৪ডটকম : আজ ২৮ ডিসেম্বর বুধবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৮তম দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।

সকাল ৯টার অধিবেশনে সভাপতিত্ব করছেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আ.ন. আতীক আহমদ। “আসহাবে সুফফার পরিচিতি। রাসূল (স.) এর হাদীসের সংরক্ষণে তাঁদের ত্যাগ ও কুরবানীর বিবরণ” বিষয়ে ওয়ায়েজ করছেন আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা খালেদ জমীল।

বাদ জোহর অধিবেশনে সভাপতিত্ব করবেন পেকুয়ার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা বদিউল আলম। “দীন প্রতিষ্ঠায় সাহাবা কিরাম (স.) এর অনুসৃত পথ ও আজকের মুসলিম বিশ্ব” বিষয়ে ওয়ায়েজ করবেন পটিয়ার আল্ জামেয়াতুল ইসলামিয়ার শিকষক মাওলানা ওবাইদুল্লাহ হামযা।

বাদ আছ অধিবেশনে “গীবত, চরিত্র হনন, কুৎসা রটনা ও তাজাস্সুস ইসরঅমে সম্পূর্ণ নিষিদ্ধ” এ বিষয়ে প্রামাণ্য আলোচনা করবেন বারদোনার মুফতি মাওলানা আবদুর রহমান।

বাদ মাগরিব অধিবেশনে সভাপতিত্ব করবেন দক্ষিণ সুখছড়ি খালেকিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওয়াহিদ আহমদ। “দীনি শিক্ষার গুরুত্ব, শুধু প্রচলিত শিক্ষা ব্যবস্থা ব্যক্তিচরিত্র গঠনে সহায়ক নয়” বিষয়ে আলোচনা করবেন কক্সবাজারের হাশেমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আজিজুল হক ও “বিদায় হজ্জে রাসুল (স.) এর প্রদ্ত ভাষণের তাৎপর্য ও গুরুত্ব” নিয়ে আলোচনা করবেন কুষ্টিয়া ইসলামিয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ.বি.এম হিজবুল্লাহ।

অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।