- Lohagaranews24 - https://lohagaranews24.com -

আগামী নির্বাচনে জনগণের গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে : ওবায়দুল কাদের

s-11 (1)

নিউজ ডেক্স : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের সম্পর্ক নেই এমন ব্যক্তিকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না। জনগনের গ্রহনযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে। দলে শৃংঙ্খলার অভাব আছে, দলে শৃংঙ্খলা ফিরিয়ে আনতে হবে। মানুষকে কষ্ট দিয়ে যানজট সৃষ্টি করে জনসভা কল্যান বয়ে আনবে না। ক্ষমতায় থেকে মানুষের সাথে ভাল আচরন করতে হবে। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ইতোমধ্যে নেত্রী এসব বিষয় নিয়ে কাজ শুরু করেছেন এবং অনকেদূর এগিয়েছেন।

আজ ১১ ফেব্রুয়ারী শনিবার বেলা ১২টার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট নিউ মার্কেট চত্তরে এক পথসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি কক্সবাজারে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পথে এ পথসভায় অংশগ্রহন করেন। সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ. মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন কুতুব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, এড. আহমেদ সাইফুদ্দিন ছিদ্দিকী, নাসির উদ্দিন মিন্টু, মো. হাসান মাহমুদ, মোরশেদ আলম দুলু, আবু তাহের, রাশেদ আজগর চৌধুরী সুজা, মাষ্টার মো. ইউনুচ, শহীদুল্লাহ চৌধুরী ও আহমদ মিয়া প্রমুখ।

এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম চৌধুরী, ওয়াসিকা আয়েশা খান এমপি, আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. জহিরুল ইসলাম।