- Lohagaranews24 - https://lohagaranews24.com -

আগামীকাল ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল শুরু : উদ্বোধন করবেন ড. নদভী এমপি

50

এলনিউজ২৪ডটকম : আগামীকাল ১১ ডিসেম্বর রবিবার বাদ জোহর আশেকে রসুল (সঃ) অলিকুল শিরোমনি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সঃ) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রা. আ.) শাহ্ ছাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী ৪৬তম সীরতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে। চুনতী শাহ্ মঞ্জিল সীরত ময়দানে এ মাহফিল আগামী ২৯ ডিসেম্বর সালাতুল ফজরের পূর্বে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

বাদ জোহর ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল উদ্বোধন করবেন চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

সভাপতিত্ব করবেন চুনতী শাহী জামে মসজিদের সভাপতি মাওলানা মুজহের হোছাইন। “তাকওয়ার পরিচয় ও মানবজীবনে এর অপরিহার্যতা” বিষয় নিয়ে আলোচনা করবেন রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হাবিবুল ওয়াহেদ।

এছাড়াও বাদ আছর ও বাদ মাগরিব পৃথক আরো দু’টি অধিবেশন শেষে মুনাজাতের মাধ্যমে ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলের প্রথম দিবস শেষ হবে।

অনুষ্ঠিতব্য ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।