
নিউজ ডেক্স : করোনাভাইরাস শনাক্তের কিট চট্টগ্রাম এসে পৌঁছেছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর পরিচালক মো. আবুল হাসান এবং হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ।
বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় তারা বিষয়টি নিশ্চিত করেছেন।পরিচালক মো. আবুল হাসান কিট আসার বিষয়টি জানালেও কি পরিমাণ কিট এসেছে তা জানাতে চাননি। বাংলানিউজ
অন্যদিকে, বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও ফোকাল পারসন ডা. মামুনুর রশীদ বলেন, কিট হাসপাতালে এসেছে। আমরা পরীক্ষামূলক কাজ শুরু করেছি।

এরআগে ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রামে কিট আসার কথা জানান বিভাগীয় কমিশনার। পরে বিআইটিআইডি মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক এবং দুইজন টেকনিশিয়ান প্রশিক্ষণের জন্য ঢাকায় যান। তারা মঙ্গলবার কিট নিয়ে ফেরার কথা থাকলেও ফিরেন খালি হাতে।