- Lohagaranews24 - http://lohagaranews24.com -

চন্দনাইশে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

নিউজ ডেক্স : চন্দনাইশ পৌরসভা নির্বাচন চলাকালে কেন্দ্র দখল ও জাল ভোট দেয়ার ঘটনায় বেশ কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিষ্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

এসব ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পৌরসভার পূর্ব জোয়ারা এলাকার ফরিদ উদ্দীনের পুত্র ফোরকান উদ্দিন (২৮), মৃত নুরুল আমিনের পুত্র মেজবাহ উদ্দীন (৩৮), আবদুর রহিমের পুত্র মোহাম্মদ অভি (২১), উত্তর জোয়ারা এলাকার মৃত রস মোহন চৌধুরীর পুত্র দুলাল চৌধুরী (৭০), দক্ষিণ গাছবাড়িয়া এলাকার আবদুস ছোবহানের স্ত্রী আনজুমান খাতুন (৭০) এবং পূর্ব গাছবাড়িয়া এলাকার লেদ মিয়ার পুত্র মো. হাবিব (২০) এর নাম পাওয়া গেছে।

আহতদের চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর মেজবাহ উদ্দীন, মো. হাবিব ও দুলাল চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে এসব ঘটনা ঘটে।

জানা যায়, ৪র্থ ধাপে অনুষ্ঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আজ রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে কিন্তু দুপুর সোয়া ১২টার সময় ৩নং ওয়ার্ড দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দীন চৌধুরী (পাঞ্জাবি) ও মো. আনোয়ার হোসেনের (উটপাখি) সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় দু’পক্ষের সমর্থকরা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জনের অধিক আহত হয়। ঘটনার পরপর আইনশৃংখলা বাহিনী এগিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা আফরিন, পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ আফরুজুল হক টুটুল, র‌্যাব-৭ এর এএসপি রকিবুল হাসান, ওসি নাসির উদ্দিন সরকার ঘটনাস্থলে উপস্থিত হন।

তাদের সাথে বিপুল সংখ্যক আনসার, পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঐ কেন্দ্রে অন্তত ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল হক জানান, কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হলেও ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃংখলার ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত হওয়ার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. আবু তৈয়ব (ডালিম) ও মো. আবদুর রহিম (উটপাখি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে ঐ কেন্দ্রে ভোট দিতে আসা ভোটার মুক্তিযোদ্ধা কবির আহমদ জানান, হঠাৎ ১০/১২ জন যুবক এসে গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটায়। এতে সুমন (২৮), হাবিব (২৪) ও অজ্ঞাত এক নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। এসময় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এছাড়া ৯নং ওয়ার্ড গাছবাড়িয়া এন,জে, উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরেও কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. খোরশেদ আলম সবুজ (ব্ল্যাকবোর্ড) ও মো. লোকমান হাকিম (গাজর) সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে, ১নং ওয়ার্ডে দুপুর ১টার দিকে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর অজয় দত্ত (ব্ল্যাকবোর্ড) ও সুজন সরকার (পানির বোতল) সমর্থকদের মধ্যে কেন্দ্র দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় সাধারণ ভোটাররা।

এছাড়া দুপুর আড়াইটার দিকে কেন্দ্র দখলকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডের চন্দনাইশ আইডিয়াল স্কুল কেন্দ্রের বাইরেও বর্তমান কাউন্সিলর মো. মোজাম্মেল হক চৌধুরী (টেবিল ল্যাম্প) ও মো. শওকত হোসেনের (ডালিম) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। তবে ঘটনার পর বিকেল ৩টার দিকে এ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হওয়ার পর আর ভোট গ্রহণ করা হয়নি।

উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহির উদ্দীন জানান, ভোট কেন্দ্রের বাইরে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে মহিলা ভোটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ সময়ে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

৫নং ওয়ার্ড দক্ষিণ হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দুপুরে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে মৃদু উত্তেজনা দেখা দেয়। এসময় আইনশৃংখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকাল সাড়ে ৯টায় গাছবাড়িয়া এন.জে. উ্চ্চ বিদ্যালয় কেন্দ্রে কথা হয় নৌকার মেয়র প্রার্থী বর্তমান মেয়র মুহাম্মদ মাহাবুবুল আলম খোকার সাথে। এসময় তিনি সাংবাদিকদের বলেন, “সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী ভোটগ্রহণে সহায়তা করছেন। পৌরসভার ভোটাররা সুন্দর পরিবেশে তাদের ভোট প্রদান করে বাড়ি ফিরছেন। কোনো ধরনের বিশৃংখলা নেই। জনগণ আমাদের সাথে আছে এবং বিজয় নৌকারই হবে।”

দুপুরে চন্দনাইশ সদরে ইসলামী ফ্রন্টের মেয়র প্রার্থী মুহাম্মদ ফারুক বাহাদুর সাংবাদিকদের বলেন, “এখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। আমরা তারপরও নির্বাচন বর্জন করছি না। সর্বশেষ পরিস্থিতি আমরা দেখতে চাই।”

তিনি বলেন, “প্রায় প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। নৌকা মার্কার সিল মারা ব্যালট দেয়া হচ্ছে কয়েকটি কেন্দ্রে। নির্বাচনের নামে তামাশা হচ্ছে, নির্বাচন ব্যবস্থাকে কলংকিত করা হচ্ছে।”

বিকেল ৩টার দিকে চন্দনাইশ আইডিয়াল স্কুল কেন্দ্রে কথা হয় বিএনপি প্রার্থী মাহাবুবুল আলম চৌধুরীর সাথে। তিনি এ নির্বাচনকে একটি প্রহসন উল্লেখ করে বলেন, “চন্দনাইশের জনগণের সাথে নির্বাচন কমিশন তামাশা করছে। ভোট শুরু হওয়ার পর থেকেই প্রতিটি কেন্দ্র দখল করে নৌকা মার্কায় সিল মারা হয়েছে। কোনো ভোটারই মেয়র প্রার্থীর প্রতীকে ভোট দিতে পারেননি।”

নির্বাচনে অনিয়মের কথা উল্লেখ করে বিকেলেই বিএনপি প্রার্থী মাহাবুবুল আলম চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে, সকাল থেকে কয়েকটি কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

সকালে গাছবাড়িয়া এন.জে. উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় নুরুল আলম সিকদার (৮০) নামে এক বৃদ্ধ ভোটার কোনো ধরনের ঝামেলা ছাড়াই লাইনে দাঁড়িয়ে তার ভোট প্রদান করতে পেরেছেন জানিয়ে বলেন, “সুন্দর পরিবেশে ভোট হচ্ছে।”
একই কেন্দ্রে আমিরুন্নেসা (৬৫) নামে অপর এক নারী ভোটারও ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। আজাদী অনলাইন

ট্রাম্পের খালাস পাওয়াকে ‘ইতিহাসের দুঃখজনক অধ্যায়’ বললেন বাইডেন

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

আন্তর্জাতিক ডেক্স : দ্বিতীয় অভিশংসনের বিচারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত না হয়ে খালাস পাওয়ার ঘটনাকে ‘ইতিহাসের দুঃখজনক অধ্যায়’ বলে বর্ণনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ‘গণতন্ত্র যে ভঙ্গুর’ তা এই ঘটনা আবার মনে করিয়ে দিল বলেও উল্লেখ করেন তিনি। খবর বিবিসির।

শনিবার অনুষ্ঠিত অভিশংসনের বিচারে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ দিনের এই শুনানিতে ট্রাম্পের বিরোধীপক্ষ ডেমোক্র্যাটদের অভিযোগ ছিল, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে ফল বাতিলের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে হামলা চালাতে সমর্থকদের উসকে দিয়েছেন ট্রাম্প।

৫৭-৪৩ ভোটে এ শুনানি শেষ হয়েছে। দোষী সাব্যস্ত করার জন্য ট্রাম্পের বিপক্ষে অন্তত ৬৭টি ভোটের প্রয়োজন ছিল। অভিশংসন শুনানিতে অংশ নেয়া ৭ জন রিপাবলিকান প্রতিনিধি ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। তবুও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট না পড়ায় বেঁচে যান ট্রাম্প।

অভিশংসনের অভিযোগ থেকে নিজের খালাস পাওয়াকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অভিশংসনকে ‘ডাইনি শিকার’ বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের খালাস পাওয়ার প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, ‘যদিও চূড়ান্ত ভোটের মাধ্যমে দোষী সাব্যস্ত করা যায়নি, কিন্তু এই অভিযোগের বিষয়টি কোনো বিতর্কের অবকাশ রাখে না।’

তিনি বলেন, ‘আমাদের ইতিহাসের এই দুঃখজনক অধ্যায় মনে করিয়ে দিল যে, গণতন্ত্র আসলে ভঙ্গুর। এটি সবসময় রক্ষা করতে হয়। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমেরিকায় সহিংসতা ও চরমপন্থার কোনো স্থান নেই। এবং আমেরিকান হিসেবে, বিশেষ করে নেতা হিসেবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য হল সত্যকে রক্ষা করা ও মিথ্যাকে পরাজিত করা।’

অভিশংসনের প্রক্রিয়া থেকে বাইডেন নিজেকে দূরে রেখেছিলেন। শুনানি সরাসরি দেখেননি তিনি। বাইডেনের সহযোগীরা উদ্বিগ্ন ছিলেন এর ফলে অফিসের পরিকল্পনা থেকে তার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যেতে পারে।

টিকাগ্রহীতা ৯ লাখ ছাড়াল, পার্শ্বপ্রতিক্রিয়া ৪২৬ জনের

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে টিকাগ্রহীতার সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ ও ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন নারী। এছাড়া গত ২৭ জানুয়ারি থেকে রোববার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৪২৬ জন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারাদেশের টিকাদান কেন্দ্রগুলোতে মোট ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন পুরুষ এবং ৫৬ হাজার ৫০৫ জন নারী। এ সময় বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৩২ জন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাগো নিউজ

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারী ৯ লাখ ৬ হাজার ৩৩ জনের মধ্যে- ঢাকায় ২ লাখ ৩৯ হাজার ৯৭২ জন, ময়মনসিংহে ৪১ হাজার ২৭৫, চট্টগ্রামে ২ লাখ ১৮ হাজার ২১৫, রাজশাহীতে ১ লাখ ৪ হাজার ৭০৩, রংপুরে ৮৫ হাজার ১৬, খুলনায় ১ লাখ ৪৪৯, বরিশালে ৩৯ হাজার ৩৯২ এবং সিলেট বিভাগে ৭৭ হাজার ১১ জন টিকা নেন।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারী ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৩৫৭, চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫, রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮, খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২, বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ এবং সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন টিকা নিয়েছেন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করেন। পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর সরকারি পাঁচটি হাসপাতাল এবং পরে ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

টিকা নিলেন সেনাপ্রধান

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় করোনাভাইরাসের টিকা নিলেন। টিকা নেয়া শেষে তিনি সকলকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে আহ্বান জানান।

এছাড়া দেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা টিকা নেয়ার সুব্যবস্থা করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকাদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে গতকাল (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ অন্যান্য অসামরিক ব্যক্তিবর্গকে টিকাদান করা হয়।

‘বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত থাকার প্রমাণ আছে, যথাসময়ে পেশ করব’

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ রয়েছে, যথাসময়ে তা জাতির সামনে পেশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (১৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দফতরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সুপারিশ করা হয়। একইসঙ্গে বঙ্গবন্ধুর চার দণ্ডপ্রাপ্ত খুনির মুক্তিযোদ্ধার খেতাব বাতিলেরও সুপারিশ করে জামুকা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। খুনি হিসেবে আমরা সেটা (খেতাব বাতিলের সুপারিশ) বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উপস্থাপন করব।’

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে নাকি প্রস্তাব করা হয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রস্তাব, এটা তো আপনারা দেখেছেনই। আমরা তো প্রস্তাবের মালিক, আমরা প্রস্তাব করেছি।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘বিএনপির মূল কথা হলো, তিনি (জিয়াউর রহমান) হত্যার সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তিনি যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত আমাদের কাছে তার প্রমাণ আছে। আমরা ইনশাআল্লাহ যথাসময়ে প্রমাণসহ জাতির সামনে পেশ করব। ওয়েট অ্যান্ড সি।’ জাগো নিউজ

পটিয়ায় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, নিহত ১

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : ৪র্থ ধাপে আজ পটিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেশির ভাগ ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হচ্ছে বলে জানা গেলেও দক্ষিণ গোবিন্দ খিল (৮ নং ওয়ার্ড) ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১২টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে অর্ধ শতাধিক গুলি বিনিময় হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে আবুল কাসেম (২৫) ও আবদুল (৫০) নামে দুইজন বেশ গুরুত্বর আহত হন।

পরে খবর পাওয়া যায়, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল (৫০) মারা যান। এছাড়াও আনসার ভিডিপি ক্লাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমনকি এরই মধ্যে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে দুই কাউন্সিলর প্রার্থী মো. মান্নান ও সরোয়ার কামাল রাজিবকে। অপরদিকে, ১ নং ওয়ার্ডে ডালিম প্রতীকের প্রার্থী আবদুল খালেক অপহরণ হয়েছে দাবি করছে তার পরিবার।

বর্তমানে ঐ ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে র্যাব, পুলিশ, বিজিবি, গোয়েন্দা পুলিশ ও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছে, অপহরণ নাকি আত্মগোপনে জানিনা, আমরা ২টি বিষয়ে মাথা রেখে কাজ করছি। শুনেছি দক্ষিণ গোবিন্দ খিল ৮নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুর রহমান জানিয়েছেন, ইভিমের মাধ্যমে পটিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তও প্রশাসনের লোকজন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পটিয়ায় মোট ভোটার ৩৯ হাজার ৭৮৭। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে মহিলা ১৮ হাজার ৮৬২ ও পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫। উত্তরাধিকার৭১নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : কোভিড-১৯ মহামারির কারণে দেশের সব  শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো।

এম এ খায়ের জানান, ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। ফেব্রুয়ারি মাসে করোনার প্রকোপ দেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও তা কেবল এসএসসি এবং এইচএসসির শিক্ষার্থীদের জন্য খোলা হবে। করোনা মহামারির কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে।

জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও প্রাথমিকের অন্যান্য শ্রেণিগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হচ্ছে। আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের।

অন্যদিকে, উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য  ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেনে চলমান ছুটি বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাধান শিক্ষকগণ তাদের নিজ নিজ শিক্ষার্থীগণ যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

লোহাগাড়ার সন্তান মহসিন কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত

Posted By admin On In বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন,শীর্ষ সংবাদ | No Comments

চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে লোহাগাড়া উপজেলার আধুনগর সিকদার পাড়ার সন্তান বোরহান উদ্দিন ইমনকে সভাপতি ও রবিউল ওহাব কমলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নগর ছাত্ররীগের সহ-সভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেল স্বাক্ষরে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

বোরহান উদ্দিন ইমন জানান, ২০১৬ সালের ২ জানুয়ারি মুষ্টিমেয় কয়েকজন ছাত্রনেতাসহ নগর ছাত্রলীগের নেতৃবৃন্দদের সমন্বয়ে মহসিন কলেজ ছাত্রলীগের পথচলা শুরু হয়। সেই থেকে দীর্ঘ ৫বছর কমিটিবিহীন সাংগঠনিক কার্যক্রম চলমান থাকার পর অবশেষে ৭১জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি ঘোষণা করার মাধ্যমে কলেজ ছাত্রলীগ আরো একধাপ এগিয়ে গেল। কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে। প্রেস বিজ্ঞপ্তি