- Lohagaranews24 - http://lohagaranews24.com -

চলতি বছর অটোপাস দেওয়া সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

নিউজ ডেক্স : চলতি বছরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২১ সালে যারা পরীক্ষার্থীদের আছে তাদের অটো পাস দেওয়া সম্ভব নয়।
 
সোমবার (২৫ জানুয়ারি) ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এর ভিত্তিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে শিক্ষার্থীরা তিন-চার মাস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।

করোনার প্রকোপ বেশি থাকায় গত বছরের এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে ওই পরীক্ষার ফল ঘোষণা করতে সংসদে একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরাও অটোপাসের দাবিতে আন্দোলন করছে।

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে আপনারা যেভাবে আন্দোলন করছেন; এই ক্ষেত্রে বরং করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং আপনাদের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য সবপ্রস্তুতি সম্পন্ন করেছিল কিন্তু, সেসময় সংক্রমণের হার বেশি থাকায় সরকার তাদের নিরাপত্তার কথা চিন্তা করে অটোপাসের চিন্তা করেছে। কিন্তু ২০২১ সালে যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারা তেমন প্রস্তুতি নিতে পারেনি। সুতরাং তাদের অটোপাস দেওয়া সম্ভব নয়। সংক্রমণের হার ও আস্তে আস্তে কমে যাচ্ছে।  

নায়েমে সদ্য স্থাপিত ‘বঙ্গবন্ধু ম্যুরাল’র উন্মোচন এবং ১৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে অংশ নেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, নায়েমে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ তিতিক্ষা ও সংগ্রাম প্রয়োজন বঙ্গবন্ধু তার সবকিছুই করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। দেশের শিক্ষকরা হচ্ছে সোনার মানুষ গড়ার কারিগর। দেশের সব শিক্ষককে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে।

নায়েম মহাপরিচালক প্রফেসর আহম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

চট্টগ্রাম সিটি নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : কাদের

Posted By admin On In অন্যান্য | No Comments

নিউজ ডেক্স : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামের জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দেবে।

ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতা-কর্মীদের ক্ষমতার দাপট না দেখিয়ে জনমানুষের সেবায় নিবেদিত প্রাণ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। ভোগ-লিপ্সা পরিহার করে ত্যাগের মহিমায় রাজনৈতিক কর্মী হিসেবে জীবনকে সাজাতে হবে।

তিনি বলেন, যারা দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অভিযোগ করছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার নাকি বাধা দিচ্ছে। আসলে বিএনপির মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। আন্দোলনের নামে সহিংসতা ছড়ানো, মিছিলের নামে জনগণের সম্পদ পুড়িয়ে দেওয়া- কোনো শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না। যারা মানুষ হত্যার রাজনীতি করে, সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে,  এ দেশের মানুষ তা বিশ্বাস করে না। বিএনপির কর্মসূচি দেখলে সরকার নয়, জনগণই ভয়ে আতঙ্কিত থাকে। বিএনপি প্রতিহিংসার রাজনীতির জনক।

চসিক নির্বাচন : বন্দরনগরীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে নগরীতে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে থেকে বিজিবির গাড়িগুলো বন্দরনগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু করেছে।

জানা গেছে, এ নির্বাচনকে সামনে রেখে মোট ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মেট্রো) সুমনী রহমান বলেন, ‘নির্বাচন কমিশন থেকে জারি হওয়া পরিপত্র অনুযায়ী সোমবার বিকেল থেকে শহরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে বিজিবি সদস্যরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং জেলা প্রশাসনের রিপোর্ট করে টহল দিতে শুরু করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের তত্ত্বাবধান করবেন। তারা নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবি নগরীতে দায়িত্ব পালন করবেন।’

বহুল প্রতীক্ষিত চসিক নির্বাচনে আগামী বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচরণবিধি অনুযায়ী সোমবার মধ্যরাতের পর করা যাবে না কোনো ধরনের প্রচার-প্রচারণা।

১৬ বছরের কিশোর এতো ভয়ঙ্কর!

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

## পরমাণু বোমা তৈরির থিসিস নোট লিখে জমা দিত ডার্কওয়েবে
## পরমাণু বোমা বিষয়ক আর্টিকেল লিখে সাড়ে সাত লাখ টাকায় বেচে ডার্কওয়েবে
## প্রতি রাতে এক বান্ধবীর সঙ্গে চ্যাটিংয়ের সূত্রে আটকা পড়ে পুলিশের জালে

নিউজ ডেক্স : বগুড়ার ১৬ বছরের কিশোর কৌশিক (ছদ্মনাম)। ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে সে। সুদর্শন, মেধাবী, চতুর এই কিশোর স্কুলে যেমন ছিল ভালো শিক্ষার্থী, তেমনি বিজ্ঞানের প্রতিও ছিল তার ব্যাপক আগ্রহ। কিন্তু আলোর নিচেই যেন অন্ধকার! স্কাউটে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত এই কিশোরের নেশা ছিল কথিত অ্যাডভেঞ্চারের নামে ঝুঁকিপূর্ণ অপরাধে জড়ানো। যে কারণে নিষিদ্ধ ‘ডার্কওয়েব’ জগতে বিচরণের মাধ্যমে কৌশিক নামে ব্যাংক ডাকাতির কাজে।

 চতুর এই কিশোরকে ধরতে বগুড়া পুলিশের বিশেষ টিমকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে 

ঘটনার ১৮ দিন পর পুলিশের হাতে গ্রেফতার হয়ে সে জানিয়েছে তার অপরাধ জগতে বিচরণের নানা ভয়ঙ্কর তথ্য। বিস্ময়কর সেসব তথ্য জেনে শুধু অবাকই নন বিস্মিত হয়েছেন পুলিশের অপরাধ বিশেষজ্ঞরা।

ডার্কনেট বা ডার্কওয়েব হচ্ছে তথ্যপ্রযুক্তির গোপন জগৎ বা ডিপ ওয়েবের এমন একটি অংশ, যেখানে সব রকম অবৈধ কার্যকলাপ সংঘটিত হয়। যেখানে কোনো সার্চ ইঞ্জিন, সাধারণ ব্রাউজার অ্যাকসেস নিতে পারে না। ডার্কওয়েবে নিজের পরিচয় সম্পূর্ণভাবে লুকিয়ে প্রবেশ করা যায় বিধায় এখানে অনায়াসেই সর্বোচ্চ অপরাধমূলক ও নিষিদ্ধ কাজ করা যায়।

তাকে পাকড়াও করার পর পুলিশের সংশ্লিষ্টরা জানান, কিশোর কৌশিক ডার্কওয়েব ব্রাউজিংয়ে দ্রুত পারদর্শী হয়ে ওঠে। সেখানকার অপরাধ জগতে তার দাপুটে বিচরণ ছিল। ‘হোয়াইট ডেভিল’ নামের একটি হ্যাকিং গ্রুপের মেম্বার ছিল সে। ৫২টি ফেক ফেসবুক আইডি ও ২২টি ফেক ই-মেইল আইডির মাধ্যমে সে যুক্ত ছিল সারা দুনিয়ার সাইবার অপরাধীদের সঙ্গে।

শৈশব থেকেই তার আগ্রহ এ সাইবার অপরাধ নিয়ে। বয়স যখন ১৪ বছর, তখন ২০১৬ সালে ডার্কওয়েবে প্রাপ্ত একটি লিংকের মাধ্যমে কৌশিক বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি মোবাইল ফোনের প্রধান সার্ভার হ্যাক করে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সে দাবি করে, হ্যাকিংয়ের শিকার হয়ে ওই ফোন কোম্পানির সার্ভিস আট ঘণ্টা তার নিয়ন্ত্রণে ছিল।

jagonews24
আহত আনসার সদস্য হাবিবুর রহমান ও মাসুদ রানা

কৌশিক জানায়, ডাকাতি ছিল তার অ্যাডভেঞ্চারের একটি অংশ। এ কারণে অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহার করে নির্মাণ করা বলিউড মুভি ‘ধুম-থ্রি’ সে ১৫৪ বার দেখে নিজেকে প্রস্তুত করে। যদিও ‘ধুম-থ্রি’র দৃশ্যতে ঝুঁকি থাকায় ছবির শুরুতেই সতর্কবাণী জুড়ে দেয় সেন্সর বোর্ড। সেখানে সতর্কবাণীতে বলা হয়েছে, ‘ছবিটিতে যেসব স্টান্ট দেখানো হয়েছে, তা পেশাদার লোকদের দিয়ে করানো হয়েছে। দয়া করে ঝুঁকিপূর্ণ এসব স্টান্ট নকল করার চেষ্টা করবেন না।’

ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে চিত্রগ্রহণটি চলচ্চিত্র তৈরির একটি লাইভ-অ্যাকশন শটের প্রেক্ষাপটের বাইরে তৈরি করা হয়। এই দৃশ্যমান প্রভাবগুলো (ভিজ্যুয়াল ইফেক্টস) বেশিরভাগ বিনোদনের শিল্পে, সিনেমায়, টিভি শো এবং গেমে ব্যবহার করা হয়।

‘ধুম-থ্রি’ ছবিতে সর্বাধুনিক ভিএফএক্সের মাধ্যমে দুঃসাহসিক সব ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। এখানে ই’বাইক ব্যবহার করে ডাকাতির দুঃসাহসিক দৃশ্য তুলে ধরা হয়। মূলত এ ছবি দেখে এবং সাইবার অপরাধে বিচরণ করে বেড়ানো কৌশিক নামে ব্যাংক ডাকাতির ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারে।

গত ৫ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় ছুরিকাঘাত ও দাহ্য পদার্থ ছুড়ে দুই নিরাপত্তারক্ষীকে আহত করে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করে কিশোর কৌশিক। মুখোশ পরা অবস্থায় তার নিক্ষিপ্ত দাহ্য পদার্থে ও ছুরিকাঘাতে আহত হন হাবিবুর রহমান (২৪) ও মাসুদ রানা (২৭) নামের দুই আনসার সদস্য।

Hacking.jpg
‘হোয়াইট ডেভিল’ নামের একটি হ্যাকিং গ্রুপের মেম্বার ছিল কিশোর কৌশিক

ভোরে সে মুখে মুখোশ ও হাতে বিশেষ রুফটপ গ্লাভস পরে প্রথমে ছাদে ওঠে। এই গ্লাভস ব্যবহার করলে দেয়ালে উঠতে মই ব্যবহার করতে হয় না। স্পাইডারম্যানের মতো করে দেয়ালে ওঠা যায়। এরপর কাটার দিয়ে ছাদের সিঁড়ি ঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। শেষে ব্যাংকের ভেতরের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনার ১৮ দিন পর বগুড়া পুলিশের একটি বিশেষ টিম গাজীপুরের টঙ্গী এলাকায় কৌশিকের চাচার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

কৌশিক জানায়, সে ডার্কওয়েবের মাধ্যমে নেয়া অভিজ্ঞতা অনুসারে ব্যাংক ডাকাতির সময় পাহারারত আনসার সদস্যদের গায়ে নাইট্রোজেন সলিউশন ছুড়ে মারে। এটি গা পুড়িয়ে ফেলার পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করে। কাঁদানেগ্যাস ধরনের এই পদার্থ কৌশিকের নিজস্ব ল্যাবে তৈরি করা।

সে ব্যাংকের দেয়াল ও মেঝের ওপর অ্যাসেটোন ও অ্যালকালিন সলিউশন ঢেলে দেয়। যাতে সেগুলো পিচ্ছিল হয়ে যায়।

ডার্কওয়েবে ‘হোয়াইট ডেভিল’ নামের একটি হ্যাকিং গ্রুপের মাধ্যমে কৌশিকের ইচ্ছা ছিল পৃথিবীর শীর্ষ অপরাধীদের খাতায় নাম লেখানো। এ কারণে সে একটি আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে রাশিয়া থেকে অর্ডার করে এনেছিল পারক্লোরিক এসিড, ক্লোরোফর্ম, এডিনল ইথানল ও পটাশিয়াম ডাইক্রোমেট নামের বিভিন্ন ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ। নিজের বাড়িতে বসে সে তার ব্যক্তিগত ল্যাবে এসব নিয়ে গবেষণা চালাত। এছাড়া ‘ধুম-থ্রি’ ছবিতে ব্যবহৃত ই-বাইক (যা মাটি ও পানিতে সমানভাবে চলে), অত্যাধুনিক সার্ভেলেন্স টুলস চীন থেকে অর্ডার করেছিল আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে। বাংলাদেশের কাস্টমস ক্লিয়ারেন্স না পাওয়ায় সেগুলো তার হাতে এসে পৌঁছায়নি।

কৌশিকের সংরক্ষণে ছিল বিভিন্ন সার্ভেলেন্স ইকুপমেন্ট, নাইফ, ভেস্ট। এগুলো পুলিশের বিশেষ টিম ও সেনাবাহিনী ব্যবহার করে। এছাড়া সে বাংলাদেশি একটি ই-কমার্স সাইট থেকে কিনে নেয় ট্রেসার গান। হাইভোল্টেজ এই গান ব্যবহার করে যে কোনো মানুষকে প্রতিহত করা সম্ভব।

কৌশিকের আরও একটি অন্ধকার দিক ছিল নিউক্লিয়ার সায়েন্স (পরমাণু বিজ্ঞান) নিয়ে পড়াশোনা। অনলাইনের ডার্কওয়েবের মাধ্যমে এ সংক্রান্ত নিষিদ্ধ বই সংগ্রহ করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে কিশোর কৌশিক জানায়, নিউক্লিয়ার সায়েন্সের ওপর পড়াশোনা করতে গিয়ে তাকে রাশিয়ান ভাষা শিখতে হয়েছে। একইসঙ্গে নিউক্লিয়ার বোমা তৈরির জন্য সে থিসিস নোট লিখে ডার্কওয়েবের মাধ্যমে জমা দিত। তার একটি ২৩ পাতার আর্টিকেল ও তিন পাতার নকশা ডার্কওয়েবের মাধ্যমে প্রায় সাড়ে আট হাজার ডলারে বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে সাত লাখ টাকার বেশি। দেশের একটি বেসরকারি ব্যাংকে তার মায়ের অ্যাকাউন্টের মাধ্যমে কৌশিক এই টাকা তুলে নেয়। এরপর ডার্কওয়েবের মাধ্যমেই তার কাছে আরও কিছু থিসিস ম্যাটার নেয়ার অর্ডার আসে।

Hacking2
ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে কিশোর কৌশিকের ফেলে যাওয়া সরঞ্জাম

ডার্কওয়েবের প্রাপ্ত টাকার পুরোটাই ব্যয় করে কৌশিক তার অন্ধকার জগতের অ্যাডভেঞ্চার নামক ঝুঁকিপূর্ণ কাজে। নতুন কিছু জানতে সাইবার অপরাধীদের সঙ্গে কাটাতে থাকে ঘণ্টার পর ঘণ্টা।

কৌশিকের দেয়া তথ্য অনুসারে, সে সেনা কমান্ডোর মতোই নিজেকে রক্ষা করতে সক্ষম। সে মাত্র ৩০ মিনিটের মধ্যে এসির কনভার্টার রিম দিয়ে তৈরি করতে পারে বিপজ্জনক দোনলা বন্দুক। একইসঙ্গে এসির কমপ্রেশারের গ্যাস দিয়ে তৈরি করতে পারে চেতনানাশক গ্যাস। এটি স্প্রে করলে যে কেউ নির্দিষ্ট সময়ের জন্য চেতনা হারাবে।

কৌশিকের আরও একটি আবিষ্কার হলো বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত ইনস্ট্যান্ট ফায়ার। এটি এমন এক তরল পদার্থ, যা দিয়ে মাটি, বালি, পানি, কংক্রিটসহ যে কোনো বস্তুর ওপর আগুন জ্বালানো সম্ভব। এই ইনস্ট্যান্ট ফায়ার ব্যবহার করে একই ব্যাংকে সে ২-৩ মাস আগেও আগুন জ্বালানোর চেষ্টা করেছিল।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, একজন কিশোর এতো ভয়াবহ অপরাধের পরিকল্পনা নিয়ে চলতে পারে তা ভেবে তারা অবাক হয়েছেন।

তিনি বলেন, ‘চতুর এই কিশোরকে ধরতে বগুড়া পুলিশের বিশেষ টিমকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে গাবতলী থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ১৮ দিন ধরে চেষ্টার পর তাকে শনাক্ত করতে সক্ষম হন।’

পুলিশ জানায়, একজন পেশাদার অপরাধীর চেয়েও কৌশিক অনেক বেশি চতুর। ডাকাতিতে ব্যর্থ হয়ে সে বগুড়া শহরে এসে তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসতালে গিয়ে ছদ্মনাম ব্যবহার করে চিকিৎসা নেয়। এরপর বাসে করে পালিয়ে চলে যায় গাজীপুরের টঙ্গীতে তার চাচার বাসায়। সেখানে সে তার সব অনলাইন যোগাযোগ বন্ধ রেখে গোপনে ই-পাসপোর্ট করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

কিন্তু প্রতি রাতেই এক বান্ধবীর সঙ্গে চ্যাটিং তার জন্য কাল হয়ে যায়। শুধু এই একটি সূত্র ধরে পুলিশ এই ভয়ঙ্কর কিশোরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়ার পর তার পরিবারের কোনো সদস্যই পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। শুক্রবার ভোরে গ্রেফতারের পর সন্ধ্যায় কৌশিককে হাজির করা হয় বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহমুদের আদালতে। সেখানে সব ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বয়সের কারণে কৌশিককে কিশোর সংশোধনাগারে পাঠানো হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, কৌশিকের বাবা বগুড়া শহরের নিউমার্কেট এলাকার ব্যবসায়ী। বাড়ি শহরতলির মাটিডালি এলাকায়। তার বড় বোনের বিয়ে হয়েছে গাবতলী উপজেলায়। সেই সূত্রে কৌশিক প্রায়ই গাবতলী যেত। ঠিক একই কারণে সেখানকার ব্যাংকে ডাকাতির চিন্তা মাথায় আসে তার।

এ ব্যাপারে কৌশিকের বাবা ও মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ছেলে মেধাবী হলেও বখে গেছে। তাদের কথা শোনে না। তবে ছেলের অপরাধের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। জাগো নিউজ

অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবে না

Posted By admin On In দেশ-বিদেশের সংবাদ,ব্রেকিং নিউজ,শীর্ষ সংবাদ | No Comments

নিউজ ডেক্স : অনলাইন রেজিস্ট্রেশন (নিবন্ধন) ছাড়া কেউ করোনা (কোভিড-১৯) টিকা পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডিজিটাল ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’তে অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। রেজিস্ট্রেশনের বাইরে টিকা দেওয়াকে আমরা নিরুৎসাহিত করছি। আমাদের এ ডাটাগুলোকে সংরক্ষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে।  অনলাইনের এ তথ্যগুলোকে পরবর্তীতে অনেকগুলো কাজে আমাদের লাগাতে হবে।

কেন্দ্র পরিবর্তন করে টিকা দেওয়ার সুযোগ থাকছে না জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা কেন্দ্রে টিকা পাঠাবো। সেক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে টিকার সুযোগ দিলে অনেক টিকা নষ্ট হবে। নির্ধারিত তারিখ ও কেন্দ্র অনুযায়ী টিকা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ জানুয়ারি কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে ব্রিফিংয়ে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। ডিজিটাল ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ তে অনলাইনে রেজিস্ট্রেশনের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে অবহিত করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।

প্রেস ব্রিফিংয়ে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস করোনা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডেভেলপের সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটা একটা যুগান্তকারী কাজ। ভারতের বাইরে সবচেয়ে স্বল্পমূল্যে বাংলাদেশ ভ্যাকসিন পাচ্ছে বলে জানান মুখ্য সচিব। বাংলানিউজ