Home | অন্যান্য সংবাদ | জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি করতে হবে না

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি করতে হবে না

NID20170312184614

নিউজ ডেক্স : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। ডায়েরি ছাড়াই সেটি ফের তোলা যাবে। নির্বাচন কমিশন (ইসি) এমন সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

সাইদুল ইসলাম জানান, নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য হারানো এনআইডি তুলতে জিডি না করে যেনো তা উঠানো যায় বিষয়টি আমি গত কমিশন মিটিংয়ে উপস্থাপন করেছিলাম।

কমিশন এতে সম্মতি দিয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র হারানো এনআইডি কার্ড তোলার জন্য নির্ধারিত ফি জমা দিলেই হবে।

মাঠপর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি ইতোমধ্যে ফাইলে স্বাক্ষর করেছি মাঠপর্যায়ে পাঠানোর জন্য।

এনআইডি হারিয়ে গেলে জিডি করতে গিয়ে নাগরিকেরা অনেক সময়েই ভোগান্তির মধ্যে পড়েন। নাগরিকদের ভোগান্তি কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

ইসির তথ্য অনুযায়ী, দেশের ১০ কোটির ওপরে ভোটারের মধ্যে ৯ কোটির হাতে লেমিনেটেড এনআইডি রয়েছে। এর আগে এনআইডি সংক্রান্ত সকল সেবা ফ্রি দেয়া হলেও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ফি নেওয়া শুরু করে কমিশন।

বর্তমানে হারানো কার্ড তুলতে প্রথমবার সাধারণভাবে ২০০ টাকা এবং জরুরির ক্ষেত্রে ৩০০ টাকা ফি নির্ধারিত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!