ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রাম হবে আইটি সিটি : শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রাম হবে আইটি সিটি : শিক্ষা উপমন্ত্রী

1529941670

নিউজ ডেক্স : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন- তথ্যপ্রযুক্তি খাতে চট্টগ্রামকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। চট্টগ্রামে আইটি পার্ক হচ্ছে, আইটি ভিলেজ হচ্ছে। ভারতের হায়দ্রাবাদের মতো চট্টগ্রামও আইটি সিটিতে পরিণত হবে। তাই তথ্যপ্রযুক্তি খাতে চট্টগ্রামের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়াতে হবে। গতকাল দুপুরে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিন দিনব্যাপী দ্বিতীয় চিটাগাং আইটি ফেয়ারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বর্তমানে বাজারজাতকরণ, পণ্য বেচা-কেনা, গুণগত মান নিরূপণ, উৎপাদনকার্য বিশ্লেষণ- সব কিছুতেই তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে। তাই চট্টগ্রামের ব্যবসায়ীদের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। ব্যবসায়ীদের এই খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

চট্টগ্রামের বেশিরভাগ ব্যবসায়ী সনাতন পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করেন উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন- এতে দোষের কিছু নেই। ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের ব্যবসায়ীরা অভিজ্ঞ। কিন্তু ভবিষ্যতে এই ব্যবসায়িক ঐতিহ্য ধরে রাখা কঠিন হবে, যদি তথ্যপ্রযুক্তি বিষয়ে সচেতন হয়ে উঠতে না পারেন। এজন্য আইটিভিত্তিক ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো বাড়াতে হবে জানিয়ে নওফেল বলেন- চট্টগ্রাম ভিত্তিক ডেটা প্রসেসিং সেন্টার, ই-কমার্সে জোর দিতে হবে। নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করে উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন ঘটাতে হবে।

চট্টগ্রাম চেম্বার এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস’র যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মত আয়োজন করা হয়েছে এই মেলার।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস’র সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ ও চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ।

আয়োজকরা জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা। মেলায় ভারতের দু’টি সফটওয়্যার প্রতিষ্ঠানসহ ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল রয়েছে। দুইদিনে মেলায় আইটি বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!