
নিউজ ডেক্স : করোনা থেকে সুস্থ হয়ে ৪ পুলিশ সদস্যসহ আরও ৬ জন বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল বলেন, পরপর দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় চার পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সুস্থ হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
এখন পর্যন্ত চট্টগ্রামে ২৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় মৃত্যুবরণ করেছেন ৮ জন। এছাড়া চট্টগ্রামে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১১০ জন। এর মধ্যে সর্বশেষ গতকাল শনাক্ত হয় ১৬ জন। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner