ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | আদালত কক্ষ থেকে জজের কম্পিউটার চুরি

আদালত কক্ষ থেকে জজের কম্পিউটার চুরি

নিউজ ডেক্স : ফটিকছড়ির আদালত ভবনে জজের অফিস থেকে কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বুধবার ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ।

জানা গেছে, ফটিকছড়ি সহকারী জজ আদালতের জজের খাস খামরার গ্রিল কেটে কম্পিউটারের সিপিইউ চুরির বিষয়টি বুধবার সকালে আদালতের কর্মচারীরা আদালতে আসলে দৃষ্টিগোচর হয়। বিষয়টি তখন জজ মেজবাহ উদ্দিন ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদকে জানান বলে জানান আদালতের নাজির খুদরত ই খোদা।

ওই কম্পিউটারে আদালতের মামলার রায়-ডিগ্রীসহ গুরুত্বপূর্ণ নথি ছিল। বিশেষ কোন তথ্য গোপন করতেই এই সিপিইউ চুরি বা সরানোর ঘটনা ঘটিয়েছে বলে জানান তদন্তকারী পুলিশ কর্মকর্তারা।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জজের খাস খামরায় আদালতের নির্দ্দিষ্ট লোকজনই যায়। সাধারণের প্রবেশাধিকার সেখানে সংরক্ষিত। এমন জায়গায় আদালত সংশ্লিষ্ট লোকজন ছাড়া কোন জিনিষ লোপাট করা সম্ভব নয়।

ফটিকছড়ি থানার উপ পরিদর্শক মো. আজমগীর বলেন, বিষয়টি গত মঙ্গলবার মৌখিক অভিযোগ পেয়ে তদন্ত করেছি। বুধবার আদালতের নাজির লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ওসি সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধেহজনক সকল বিষয় খতিয়ে দেখা হচ্ছে। -আজাদী অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!