ব্রেকিং নিউজ

অথচ

608

_____ফিরোজা সামাদ_____

টুপটাপ ঝরে পড়া অশ্রুজল যদি কান্না হতো ,
সবুজ হলেই তবে পান্না হতো !
হৃদয়ের গোপন কুঠুরিতে জমানো……
সজল কিছু দুঃখ বেদনা টুপটাপ ঝরে পড়ে
অশ্রুজল হয়ে,
টুপটাপ শব্দকে বুঝি শুধু বৃষ্টি পড়ে বলে !
অথচ ;
টুপটাপ ঝরে পড়ে গাছের বিরহী বিবর্ণ পাতারাও !!

কেনো যেনো স্রোতস্বিনী বলতে বুঝি
বয়ে যাওয়া কোনো নদী,
পাহাড়ের কান্নায় বয়ে যায় ঝর্না
অথবা, পাহাড়ি বানের ঢল !
অথচ ;
কেনো বুঝিনা বয়ে চলে অবিরত
হৃদয়ের অাবেগের করুণ শতো কোলাহল ?

দু’টি পাখি ভাবলেই মনে হয় একটি নীড়ের কথা,
যেখানে থাকে ঝড়ে ডানা ভাঙ্গা
দু’টি পাখির ছানা,
অথবা পাখিদের অভয়স্হল !
অথচ :
কেনো ভাবতে চাইনা হতে পারে দু’টো মানব মানবীর বেঁচে থাকার নিরাপদ সুন্দর বসতঘর ?

তুমি শব্দটিতে কেনো খুঁজে বেড়াও
সমসাময়িক বন্ধুত্বে নিষিদ্ধ প্রেম ?
তুমি বললেই কেনো বোঝো সে শুধু তুমিই ?
না দেখে না বুঝেই শুধু ভুল বোঝো !
অথচ :
কেনো একটিবার তাকিয়ে দেখোনা,
সেথায় চোখের তারায় ভেসে বেড়ায়…
শিশির ভেজা পদ্ম শতদল ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!