নিউজ ডেক্স : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।
রোববার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় নির্বাচন কমিশন গঠন উপলক্ষে গঠিত সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন বিকেল সাড়ে ৩টায় কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে বিদায় সাক্ষাৎ করবেন।
উল্লেখ্য, বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।