ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | ৩য় বর্ষপূর্তিতে এম. সোলাইমান কাসেমী’র শুভেচ্ছা

৩য় বর্ষপূর্তিতে এম. সোলাইমান কাসেমী’র শুভেচ্ছা

43

বিসমিল্লাহির রাহমানির রাহিম

অভিনন্দন তাদেরকে যারা মহৎ উদ্যোগ নিয়ে শুরু করেছেন লোহাগাড়া উপজেলায় প্রথম অনলাইন সংবাদ মাধ্যম Lohagaranews24.com। অামার ব্যক্তিগত পর্যবেক্ষণে অবিরত ঘটে যাওয়া ঘটনার প্রতি মুহুর্তের বস্তুনিষ্ঠ, যথাযথ তথ্য সংবলিত ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে Lohagaranews24.com সাফল্যের শীর্ষে।

সৃজনশীল এবং লোহাগাড়া উপজেলার মাটি ও মানুষের  সমস্যা ও সম্ভাবনার কথা নিরপেক্ষভাবে প্রকাশের মাধ্যমে লোহাগাড়াবাসীর হৃদয়ে স্হান করে নিয়েছে Lohagaranews24.com। অাশা করছি Lohagaranews24.com সত্যনিষ্ঠার মাধ্যমে তাদের কর্মযজ্ঞতা অারো প্রসার করবে।

লেখক-সাংবাদিকরাই হচ্ছেন জাতির বিবেক, সমাজের দর্পণ, অালোর পথের অভিযাত্রী ও কন্ঠস্বর। লোহাগাড়ায় সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তাদের প্রতিনিধিত্ব করছে Lohagaranews24.com। এগিয়ে যাক মহতি এ মিশন।

অামি Lohagaranews24.com এর সাথে সংশ্লিষ্ট সকলকে ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা ও  অান্তরিক মোরকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি।

শুভেচ্ছান্তে-
এম সোলাইমান কাসেমী
সম্পাদক
অালোকিত লোহাগাড়া – সাতকানিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!