নিউজ ডেক্স : ১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমিতে চার দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
সম্মেলনের দ্বিতীয় দিন ২ ফেব্রুয়ারির প্রথম অধিবেশনে সাহিত্যকর্মের জন্য বাংলাদেশের ৬ গুণীকে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা’ দেয়া হবে।
লেখক সম্মাননা পাবেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, রবীন্দ্র-গবেষক আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।
আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে বাংলাদেশ, চীন ও ভারতের পাশাপাশি অস্ট্রিয়া, জার্মানি, পুয়ের্তোরিকো, মালয়েশিয়া, রাশিয়ার খ্যাতনামা সাহিত্যিকরাও অংশ নেবেন।