নিউজ ডেক্স : শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রামের লালদিঘীর মাঠে আয়োজিত হতে যাচ্ছে আবদুল জব্বারের বলীখেলা।
এই আসরটি হবে বলীখেলার ইতিহাসে ১০৯তম আসর। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার এই বলীখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শনিবার সন্ধ্যায় আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী।
জহর লাল হাজারী জানান, বলীখেলা উপলক্ষে লালদিঘীর মাঠ ঘিরে বসবে তিন দিনের বৈশাখী মেলা। এর বিস্তারিত প্রস্তুতি গ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কাউন্সিলর মো. ইসমাইল বালী, হাসান মুরাদ বিপ্লব, প্রাক্তন কাউন্সিলর আবদুল মালেক ও মুহাম্মদ জামাল হোসেন, আক্তার আনোয়ার চঞ্চল, নুর মোহাম্মদ লেদু, আওয়ামী লীগ নেতা আবুল মনসুর, মোহাম্মদ ইব্রাহিম, দিদারুল আলম প্রমুখ।