এলনিউজ২৪ডটকম : পেশাদার রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে লোহাগাড়ার কৃতি সন্তান কবি ও সাংবাদিক কাফি কামাল প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০ মার্চ সোমবার বেলা ৩টায় লোহাগাড়া সদরের সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটি ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন প্রধান অতিথি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী প্রধান বক্তা ও লোহাগাড়া সমিতি- চট্টগ্রামের সাধারণ সম্পাদক রাজনীতিবিদ নাজমুল মোস্তফা আমিন গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ফয়েজ উল্ল্যাহ চৌধুরী, চুনতি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু নাঈম আজাদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মোঃ জামাল উদ্দিন ও এনু মিয়া- আয়েশা খাতুন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রাহী।
সংবর্ধনা বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহবায়ক ও লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাইছার হামিদ সবাইকে যথাসময়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।