এলনিউজ২৪ডটকম : ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য, গৌরব ও সাফল্যের ৮০ বছর পূর্তি ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ আগামী ২০ জানুয়ারী শনিবার বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে চট্টগ্রাম- ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী।