নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে ১ জুন (বৃহস্পতিবার)। ঈদের পর ৮ জুলাই ক্যাম্পাস খুলবে। ফলে ঈদের ছুটিতে ৩৮ দিন ক্লাস বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকলেও এসময় দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। এর মধ্যে ৯-১৭ জুন ও ২২ জুন থেকে ২ জুলাই পর্যন্ত মোট ২০ দিন বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার (২৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ৩৮দিন বন্ধ থাকবে। তবে কোনো বিভাগ ও ইনস্টিটিউটে পরীক্ষা চলমান থাকলে স্ব-স্ব বিভাগের সভাপতি চাইলে চালিয়ে নিতে পারবেন। এছাড়া উল্লেখিত ২০ দিন অফিস বন্ধ থাকবে।
