Home | দেশ-বিদেশের সংবাদ | ১৫ ফেব্রুয়ারি নতুন ইসির শপথ

১৫ ফেব্রুয়ারি নতুন ইসির শপথ

election commission bd

নিউজ ডেক্স : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নতুন নির্বাচন কমিশনাররা আগামী ১৫ ফেব্রুয়ারি (বুধবার) শপথগ্রহণ করবেন। ওই দিন বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার সন্ধ্যায়  এ তথ্য নিশ্চিত করেছেন ইসির গণসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান।

জানা গেছে, কাজী রকিবউদ্দীন আহমদসহ তিন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ৮ ফেব্রুয়ারি এবং নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি ৫ বছর মেয়াদ পূর্ণ করবেন। ফলে ১৫ তারিখ নতুন কমিশনাররা শপথগ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করবেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া ইসির অপর চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!