এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার প্রাণকেন্দ্র বটতলী মোটর ষ্টেশনে ৮ ফেব্র“য়ারী বুধবার বেলা সাড়ে ১২টায় হোটেল ওআইসি ও দি জামানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা যায়, হোটেল দি জামানকে ১০ হাজার টাকা ও হোটেল ওআইসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলী।