- Lohagaranews24 - http://lohagaranews24.com -

হেফাজত আহ্বায়ক বাবুনগরীর বিরুদ্ধে ২ মামলা

নিউজ ডেক্স : চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে।  

ওই ঘটনায় হওয়া এ দু’টিসহ মোট তিনটি মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমিরসহ তিন হাজার ব্যক্তি।

গত বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলা তিনটি হলেও তা প্রকাশ হয়েছে সোমবার (২৬ এপ্রিল)। বাংলানিউজ

মামলা তিনটি হলো:
১. হাটহাজারী মডেল থানার মামলা-২৭, তারিখ-২১/০৪/২০২১
ধারা-১৮৬/৩৫৩/৩৬৪/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড
বাদী- ওয়াচার কনস্টেবল ১০১৫ মো: সোলায়মান
এজাহারনামীয়- ১৬ জন, অজ্ঞাতপরিচয় ১৫০/২০০

২. হাটহাজারী মডেল থানার মামলা- ২৮, তারিখ- ২১/০৪/২০২১
ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন- ১৫ (৩)
বাদী- পুলিশ পরিদর্শক (নি:) মোহাম্মদ আমীর হোসেন
এজাহারনামীয়- ৭৪ জন, অজ্ঞাতপরিচয় ২৫০০/৩০০০

৩. হাটহাজারী মডেল থানার মামলা-২৯, তারিখ- ২১/০৪/২০২১
ধারা-১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৫৩/৩৪১/৪৩৫/৪৪০/১০৯ পেনাল তৎসহ ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী (সং/১৩) আইন ৬ (২) এর (অ)/ ৬ (২) এর (আ)/১০/১২/১৪
বাদী- এসআই (নি:) মো. হারুনুর রশিদ
এজাহারনামীয়- ৫৮ জন, অজ্ঞাতপরিচয় ২৫০/৩০০

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সোমবার দুপুরে বাংলানিউজকে মামলার বিষয়টি স্বীকার করে বলেন, জড়িত আসামিদের শনাক্ত, নাম-ঠিকানা যাচাই করতে সময় লেগেছে। নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হন, তাই মামলা করতে দেরি হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিন হাজার জনকে আসামি করা হয়েছে।