নিউজ ডেক্স : চট্টগ্রামে আটক হরকাতুল জিহাদের (হুজি) ৫ জঙ্গিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
নগরীর আকবর শাহ থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় ৭দিন করে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিনটি মামলায় পৃথকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন করে মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে তিনটি মামলার রিমান্ডের সময় একসঙ্গে কার্যকর হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন সময় পাবে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) নগরীর আকবর শাহ থানা এলাকার উত্তর কাট্টলী থেকে হুজি-বি’র ঢাকা অঞ্চলের সমন্বয়ক মাওলানা তাজুল ইসলাম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী নাজিম উদ্দিন, কুষ্টিয়া অঞ্চলের সমন্বয়ক হাফেজ আবু জার গিফারি এবং দুই সক্রিয় নেতা নূরে আলম ও ইবতিশাম আহমেদকে আটক করে র্যাব।