Home | শীর্ষ সংবাদ | হিসেব গুনে যাই নিরন্তর

হিসেব গুনে যাই নিরন্তর

image_printপ্রিন্ট করুন

_______ফিরোজা সামাদ _______
হায় ভালোবাসা !
তোমার নয়নে নয়ন রেখে অামি
নীরবে অশ্রুজলে ভাসি একা একা,
তুমি অচল নির্বাক বধির কিচ্ছুটি জানোনা,
বা জেনেও বোঝার বোধ লুপ্ত তোমার !!

হায় ভালোবাসা!
সোনালি সকাল গড়িয়ে, রুপালি দুপুর
অাবার ক্লান্ত বিকেলে অস্তরাগ নদী হয়ে –
ফিরে যায় গভীর রাতের মতো সাগরের মোহনায়,
তুমি কী অনুভূতি বিহীন একটি বাক্যমাত্র ?

যাপিত জীবনের ভেঙে যাওয়া স্বপ্নগুলো
টুকরো টুকরো করে নদীর মতো বয়ে নিয়ে যায়
কোন সুদূরে অজানার পথে কেউ জানেনা হায় !!

অতঃপর নিশুতি অাকাশ অাঁধার চোখে
অামার অশ্রুসিক্ত নয়নে চোখ রেখে
চেয়ে চেয়ে জেগে রয় সারা রাতভর,
একসময় পবিত্র অাযানের সুললিত সুরে
ভোরের আলো ফোটে,
পাখির কলতানে মুখরিত হয় ধরণী !!

হায় ভালোবাসা!
তখন অামি কড়ে অাঙুলে জীবন থেকে
ঝরে যাওয়া বসন্তের হিসেব গুনে গুনে
ক্লান্ত শরীরে প্রার্থনায় বসে যাই অবিরত !!

ভালোবাসা!
অাজ হেথায় তোমার অামন্ত্রণ !
যেথায় দুঃসহ জীবন নদীটি বয়ে যায় নিরন্তর
অাপন গতিতে ক্লান্তিহীনতায় ?
যেথায় নদীটির জীবন বেচাকেনার হাট বসে
নিত্য অানন্দে মুখরিত সব শপিংমলে ?
একদিন নাহয় ভুল করে তোমার ভুল পথে
সেই হাটে তুমি এসো !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!