ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | হালদা নদীতে আবারো মৃত ডলফিন

হালদা নদীতে আবারো মৃত ডলফিন

image-65791

নিউজ ডেক্স : হালদা নদীর গচ্ছাখালি শাখা খাল হাটহাজারী উপজেলার গড়দুয়ারা কান্তর আলী চৌধুরী বাজারের সেতুর নিচে প্রায় ৮০ কেজি ওজনের আবারো একটি মৃত ডলফিন দেখা গেছে। শনিবার সকাল ১০টার দিকে ওই ডলফিনটি ভাসতে দেখা যায়। এ নিয়ে গত ১৮ দিনে তিনটি মৃত ডলফিন ভেসে উঠল হালদা নদীতে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরিয়া বলেন, একদিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুরে রাবার ড্যাম, শীত মৌসুমে নদীর পানি কমে যাওয়া তার উপড়ে নদীতে প্রতিদিন ইঞ্জিলচালিত নৌকা আর বালু ড্রেজার চলার কারণে ডলফিন মারা যাচ্ছে। গত তিন মাসে এরকম অন্তত ১৭টি ডলফিন মারা গেছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গচ্ছা খালি খালের মাস্টার বাড়ি সংলগ্ন সেতুর নিচ থেকে একটি ও গত ২ জানুয়ারি একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্লুইস গেইট এলাকায় মৃত আরও একটি ডলফিন উদ্ধার করা হয়।

হাটহাজারী উপজেলার মৎস্য কর্মকর্তা আজহারুল আলম বলেন, আমরা খবর পেয়েছি। ডলফিনটি উদ্ধারের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। -ঢাকাটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!