নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. আলাউদ্দিনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে বায়েজীদ বোস্তামী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে বায়েজীদ এলাকার একটি আবাসিক ভবনের চার তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনজন ছেলে ও একজন মেয়ে গতকাল রাতে বায়েজীদ এলাকার এক আবাসিক ভবনে বাসা ভাড়ার জন্য যান। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ।
এ ব্যাপারে আলাউদ্দিনের খালাতো ভাই রিয়াদ বলেন, বুধবার মাগরিবের নামাজের সময় আলাউদ্দিন বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
অন্যদিকে ময়নাতদন্ত শেষে আলাউদ্দিনের মরদেহ তার নিজ বাড়ি হাটহাজারীর মদনহাটে নেয়া হয়েছে।