নিউজ ডেক্স : রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে বিশেষ নিয়মের মধ্য থাকা এবং কর্মব্যস্ততাকে এক প্রকার বন্দী জীবন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষার মাসে মন পড়ে থাকে বইমেলায়।
বুধবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চাইলেও আগের মতো আর বইমেলায় আসা হয় না। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারণেই আর হয়ে ওঠে না।
পারিবারিকভাবে বই পড়ার চর্চা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাড়িতে ব্যক্তিগত লাইব্রেরি বহু আগে থেকেই। ছেলেমেয়েরা যখন দেশের বাইরে থেকে বাড়িতে আসত, তখন ব্রিফকেস ভরা বই থাকত। এখন আর ব্রিফকেসে বই থাকে না।
প্রযুক্তির কারণে গোটা লাইব্রেরি এখন হাতের মুঠোয় উল্লেখ করে তিনি বলেন, একটি স্মার্ট মোবাইল ফোনে সবই মিলছে। তবুও বই হাতে পৃষ্ঠা উল্টিয়ে পড়ার মজাই আলাদা। সাহিত্য পাঠ আনন্দময় করে তুলতেই আরো বেশি বেশি বই ছাপানো দরকার। বই পড়ে মানুষ আরও জ্ঞান সমৃদ্ধ হোক। বই পড়েই মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন আসুক।