- Lohagaranews24 - http://lohagaranews24.com -

হাতির পায়ে পিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেক্স : রাঙামাটির কাপ্তাইয়ে হাতির আক্রমণে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের প্রাণ গেছে। তার নাম অভিষেক পাল (২১) বলে জানা গেছে। তিনি লক্ষীপুরের রামগঞ্জের সুধাংশু বিকাশ পালের ছেলে। অভিষেক ঢাকার তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান।

অভিষেকের বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের সাদমান সোবহান উদয় সাংবাদিকদের জানান, তারা ছয় বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে অটোরিকশায় করে রাঙামাটি যাচ্ছিলেন। পথে তারা দু’টি বন্য হাতির সামনে পড়েন। এ সময় অভিষেক বনের দিকে দৌড়ে পালাতে গেলে হাতি ধাওয়া দিয়ে পায়ে পিষ্ট করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় অভিষেকের মৃত্যু হয়। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই অভিষেকের মৃত্যু হয়েছিল।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার বলেন, “গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এরপর আজকে আবার এই ঘটনা ঘটল।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন। বিডিনিউজ