নিউজ ডেক্স : চট্টগ্রামের হাটহাজারি থেকে ১১ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭।
শনিবার রাতে হাটহাজারি বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার ধন বিকাশ চাকমা (৬০), বান্দরবানের টংকাবতির প্রেম রঞ্জন চাকমা (৩২) ও রাঙামাটির বিলাইছড়ির রুবেল তঞ্চংগ্যা (১৯)।
তাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, হাটহাজারি বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১ লাখ টাকা উদ্ধার করা হয়। সেগুলোর ব্যাপারে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তারা বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার জন্য হাটহাজারি এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান সাফায়াত।
আটক তিনজনকে জেএসএস কর্মী বললেও তাদের বিস্তারিত আর কোনো পরিচয় জানাতে পারেননি র্যাব কর্মকর্তারা।