নিউজ ডেক্স : আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের একই গ্রুপের মধ্যে ছুরি মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাজী মুহাম্মদ মহসীন কলেজের একাদশ শ্রেণির ক্লাসরুমে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত সজীব উদ্দিনকে (১৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সজীব মহসীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও নগরীর চান্দগাঁও থানার খতিবেরহাট এলাকার নাসির উদ্দিনের ছেলে।
চমেক হাসপাতালে জেলা পুলিশের দায়িত্বরত এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, মহসীন কলেজে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের একই গ্রুপের মধ্যে ছুরি মারামারির ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে সজীব নামে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। মামুন নামে ছাত্রলীগের আরেককর্মী ছুরিকাঘাতে আহত সজীবকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।
সূত্রে জানা যায়, কলেজের একাদশ শ্রেণির ক্লাসরুমে কথা কাটাকাটির এক পর্যায়ে সজীবকে হাতে ছুরিকাঘাত করে ছাত্রলীগের একই গ্রুপের কর্মী আব্দুল আলিম হৃদয়।
চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই মো. কামাল জানান, মহসীন কলেজে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহজনক ১ জন আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। -বাংলানিউজ