Home | লোহাগাড়ার সংবাদ | হযরত খদিজাতুল কুব্রা (রাঃ) মহিলা মাদ্রাসার বার্ষিক সভা শনিবার

হযরত খদিজাতুল কুব্রা (রাঃ) মহিলা মাদ্রাসার বার্ষিক সভা শনিবার

55

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান হযরত খদিজাতুল কুব্রা (রাঃ) মহিলা মাদ্রাসা, শাহ্ মজিদিয়া হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা আগামী ৪ ফেব্র“য়ারী শনিবার। সকাল ৯টা ঘটিকা হতে মাদ্রাসা ময়দানে এ সভা অনুষ্ঠিত হবে।

একই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ, হেফজখানার ছাত্রদের দস্তারে ফজিলত, গারাংগিয়া ও বায়তুশ শরফের হুজুর কেবলাদের ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বহু প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ওলামায়ে কেরাম, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠিতব্য বার্ষিক সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা কাজী মুহাম্মদ শিহাবুদ্দীন এবং সুপার ও সচিব মুহাম্মদ আনিসুল মোস্তফা অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!