আজ ৬ মার্চ সোমবার সকালে লোহাগাড়ায় বছরের প্রথম বৃষ্টিপাত হয়েছে। গুটি গুটি বৃষ্টির কারণে মহাসড়ক কাঁদায় একাকার হয়ে গেছে। মহাসড়ের উপর জমে থাকা ধুলাবালি ও বৃষ্টির পানি মিশে এই কাঁদার সৃষ্টি। ফলে মহাসড়ক পিচ্ছিল হয়ে অনেকে ছোট দূর্ঘটনায়ও পতিত হয়েছে বলে জানা যায়। মহাসড়কে চলাচলকারী গাড়িও কাঁদায় একাকার হয়ে যেতে দেখা গেছে। অনেক পথচারীও এই কাঁদার ছোঁয়া থেকে রেহায় পায়নি। তবে কৃষকরা জানান, বৃষ্টি সামান্য হলেও তাঁদের ফলনের জন্য অনেক উপকার হয়েছে। ছবি ফেসবুক ও প্রতিবেদন মোহাম্মদ মারুফ