এলনিউজ২৪ডটকম : কক্সবাজার সদরের ইসলামপুর ফুলছড়ি ব্রীজ এলাকায় নোয়াহ- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকার ২ বন্ধুর পৃথক নামাজে জানাজা শেষে ২২ এপ্রিল স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়।
সকাল ১০টায় চুনতির অলিয়া মসজিদ মাঠে আইয়ুব আলী ড্রাইভারের পুত্র মোঃ মুসা (১৮)’র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ডেপুটী বাজার জামে মসজিদ মাঠে আলী আহমদ সওদাগরের পুত্র আকিবুর রহমান তারেক (১৯)’র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উভয় নামাজে জানাজায় অসংখ্য মুসলিম জনতার ঢল নামে। নিহত তারেকের মামা লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা নুরুল আলম জিকু সূত্রে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেলে কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে কক্সবাজার সদরের ইসলামপুর ফুলছড়ি ব্রীজ এলাকায় নোয়াহ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু’বন্ধু নিহত হয়।