_____ওয়ারদাতুল জিনান_____
ঐ নতুনের পায়ের চিহ্ন
পড়ুক আমার গাঁয়,
পদধ্বনি খুশির ঝিলিক
ছড়াক সারা গাঁয়।
যার হাসিতে আসবে ফাগুন
আমার বসুধায়,
কৃষ্ণচূড়া লাল হবে রোজ
রূপের মহিমায়।
গাইবে পাখি মিষ্টি সুরে
আমার বাগিচায়,
যার ছোঁয়াতে ফুটবে হাসি
কষ্টে- বিষণ্ণতায়।
সূয্যিমামা সোনালি কিরণ
ছড়াবে প্রভাত বেলায়,
রাতের আকাশে হাসবে শশী
রূপালি স্নিগ্ধতায়।
সেই সে নতুন আসবে কবে
রইছি প্রতীক্ষায়,
স্বপ্ন আশায় বুক বেঁধেছি
গভীর মমতায়।
