Home | দেশ-বিদেশের সংবাদ | স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

11168993_751351648318541_1862666553_n

ইরফানে এইচ সায়েম : ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বাংলাদেশের ইনিংস শুরুর কিছুক্ষণ পরেই তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। তিনি বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করছেন। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নন, তার পরিবার-পরিজনের সদস্যরাও বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি তার পাশে বসে উপভোগ করেন। লালপাড়ের সবুজ শাড়িতে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীকে বার বার টিভির পর্দায় দেখা গেছে। এবারই নয়, এর আগে যখনই ক্রিকেট, ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল তখনই ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী মাঠে ছুটে এসেছেন। কখনো কখনো নেমে পড়েছেন সবুজাভ ঘাসের ওপর। বাংলাদেশের জয়ের আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। আবার বাংলাদেশের পরাজয়ে নিভৃতে অশ্রু ফেলেছেন। রবিবার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৯ রানে হারিয়েছে পাকিস্তানকে। এই জয়ের ফলে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছরের হারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ। রবিবাব দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। হয়তো সেই আবেগানন্দের মুহূর্ত মিস করতে চাননি। তাই ছুটে এসেছেন মাঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত। তিনি সময় পেলেই ক্রিকেট মাঠ উপস্থিত হয়েছেন। বিশ্বকাপে যাওয়ার আগেও তিনি ক্রিকেটাদের বিভিন্নভাবে উৎসাহ যুগিয়েছেন, নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে দলের শুভ কামনা করেছেন। এছাড়া বিশ্বকাপ টুর্নামেন্ট চলাকালে তিনি ক্রিকেটারদের সঙ্গে ফোনে কথা বলে তাদের উৎসাহ যোগাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*