আন্তর্জাতিক : সৌদি আরবের নারীদের বিয়ে করতে হলে অন্য দেশের পুরুষদের জন্য বিয়ের আগে বাধ্যতামূলক ড্রাগ টেস্ট করতে হবে। দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সৌদি যুবরাজের এ সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সৌদি চিকিৎসকরা বলেছেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এ ব্যবস্থা সৌদি পুরুষদের জন্যও বাধ্যতামূলকভাবে কার্যকর করা উচিত বলে মন্তব্য করেন তারা।

এর আগে দেশটির অনেক নারী মাদকাসক্ত স্বামীর সঙ্গে বসবাস করতে চান না বলে আদালতের দ্বারস্থ হন। এর পরই সৌদি যুবরাজ এ সিদ্ধান্ত নেন।
সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হফুুফের আর-থানি মসজিদের ইমাম আহমেদ আল-বো আলি সৌদি যুবরাজের নতুন এ সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।