নিউজ ডেক্স : সৌদি আরবের মদিনায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাতকানিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। গত ৪ সেপ্টেম্বর রাত ৩টায় (সৌদি সময়) মদিয়ার বাঙ্গালী মার্কেট এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা নেজাম উদ্দিন।
নিহত মোঃ ফরিদ উদ্দিন (৪৫) সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাকানিয়া দয়ার পাড়ার মৃত দেরাজ আহমদের পুত্র ও ৬ সন্তানের জনক।
নেজাম উদ্দিন জানান, দীর্ঘ ২৪ বছর যাবত মদিয়ায় একটি মুদির দোকান করে আসছেন। সেখানে কপিলের সাথে আকামা নিয়ে সমস্যা নিয়ে ফরিদ চিন্তিত ছিল। ঘটনার রাতে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢলে পড়েন। সহপাঠীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদ উদ্দিনের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নেমে আসে শোকের ছায়া।