এলনিউজ২৪ডটকম: সৌদিয়া আরবে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ তারেক (২৩) নামে লোহাগাড়ার এক তরুণের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার (৫ মার্চ) দিনগত রাত ২টার (সৌদি সময়) দিকে জেদ্দায় এই দূর্ঘটনা ঘটে। তারেক উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালোয়ার পাড়ার মাওলানা মোহাম্মদ আবদুল মাবুদের পুত্র।

নিহতের প্রতিবেশি মোকতার হোসেন জানান, প্রায় ৫ বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদিয়া আরব যান তারেক। সেখানে তিনি মালবাহী গাড়ি চালাতেন। ঘটনার রাতে চলন্ত অবস্থায় তার মালবাহী গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। পরে সড়কের এক পাশে গাড়িটি দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিল। এই সময় দ্রুতগতির আরেকটি গাড়ি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে সৌদি জার্মান হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (৬ মার্চ) সকালে নিহত তরুণের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনেছেন। নিহতের মরদেহ সেখানে দাফন কিংবা দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।