এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সৈয়দ পাড়ার মৃত হাজী কালা মিয়ার পুত্র গিয়াস উদ্দিন (৩৫) এর নামাজে জানাজা ২১ এপ্রিল বাদ এশা (সৌদিয়ার সময়) মসজিদে নববীতে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজা শেষে তাকে সৌদিয়ারবে দাফন করা হবে জানা গেছে। সৌদিয়ারব প্রবাসী লোহাগাড়া সদর ইউনিয়নের কৃতিসন্তান আবদুস সামাদ আজাদ সূত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সৌদিয়ার সময় দুপুর সাড়ে ১১টায় সময় মদিনার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তোকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু’সন্তান রেখে গেছেন।
