নিউজ ডেক্স : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে সার্চ কমিটিকে কোনো নাম দেবে না বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সংগঠনটি বলছে, সার্চ কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান কাঙ্ক্ষিত নয়।

শনিবার সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে তারা বলেন, দক্ষনিরপেক্ষ, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের উদ্দেশে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এমন ব্যক্তিদের নাম সুনির্দিষ্ট করা সার্চ কমিটির দায়িত্বের মধ্যে পড়ে। নাম জমা দেয়া রাজনৈতিক দলের দায়িত্ব নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে সেসব নাম নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে। ফলে নির্বাচন কমিশনের জন্য দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সিপিবির নেতৃবৃন্দ এসব বিষয়ে সতর্ক থাকার কথা বলেছিলেন।
বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ আরও বলেন, সার্চ কমিটির কার্যক্রম যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হলে, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ তৈরি হবে।