নিউজ ডেক্স : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি এম. নেওয়াজ হোছাইন নিষাদ জামিনে মুক্তি লাভ করেছেন। গত ৬ জুন সন্ধ্যায় চট্টগ্রাম কারাগর থেকে তিনি জামিনে মুক্তি লাভ করে সাতকানিয়া উপজেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
ছাত্রদল নেতা নেওয়াজ হোছাইন নিষাদের মুক্তি লাভের সংবাদ পেয়ে ছুঁটে আসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম রাহী ও ছাত্রদল নেতা ফৌজুল কবির ফজলুসহ দলীয় নেতাকর্মী। এ সময় নিষাদকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল দুপুরে চট্টগ্রাম আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।