নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ ৩০ এপ্রিল সোমবার বিশেষ অভিযান চালিয়ে ২ মামলার সাজাপ্রাপ্ত ও ২ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ আলমগীর (৩৮) সাতকানিয়া পৌরসভার রূপকানিয়া ৮নং ওয়ার্ডের আহমদ শফির পুত্র।
অভিযান পরিচালনা করেন সাতকানিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সিআর-৭২/১৪ দায়রা-৩৭৬৯/১৪ মামলায় ১ বছরের কারাদন্ড ও অনাদায়ে ১৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত, সিআর-৬০৪/১৪ দায়রা- ৩৭৭১/১৪ মামলায় ১ বছরের কারাদন্ড প্রাপ্ত, সিআর-১৪৮২/১৫ দায়রা-৩১৬৯/১৫ এবং সিআর-১২১০/১৪ মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে।