নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার কেরানীহাটের নয়াখালেরমুখ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও ২৫জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টার দিকে।
নিহতরা হলেন, সাতকানিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মুমিন চৌধুরীর ছেলে গিয়াস (২৮) ও তার স্ত্রী নুর নাহার নুরী (২২) এবং একই উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সাইরতলী এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে আজিজুল ইসলাম (৫৬)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা চট্টগ্রাম শহর থেকে ঈদ উদযাপনের জন্য বাড়িতে আসছিল চ্যালেঞ্জার বাসে (লোকাল বাস) করে। বাসটি ওই এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
-ইত্তেফাক