নিউজ ডেক্স : সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু মারা গেছে। শিশুর নাম মনোয়ার হোসেন ওরফে ডিপজল (১১)। শিশুটি সুবিধাবঞ্চিত টোকাই বলে জানা গেছে। নিহত ডিপজল বাঁশখালী উপজেলার মোঃ রফিক উদ্দিনের ছেলে। সে মা-বাবার সাথে চন্দনাইশ উপজেলার দোহাজারী বার্মা কলোনীতে থাকে। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার কেরানীহাট খুনী বটতল এলাকায়।
জানা যায়, যাত্রীবাহী পিকআপ (চট্টমেট্রো-ছ-১১-৩৯৫৩) যোগে টোকাই কাজে কোরানীহাট যাওয়ার পথে খুনী বটতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ চেয়ার কোচের (ঢাকামেট্রো-ব-১৪-৪৯৫৭) সাথে থাক্কায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ডিপজল ঘটনাস্থলে মারা যায়। যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত পথশিশু মনোয়ার হোসেন ওরফে ডিপজলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
– ইত্তেফাক