এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া সদর ইউনিয়নে বিদ্যুৎ কেড়ে নিল সৈকত বড়ুয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিকের প্রাণ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ছমদিয়া পুকুরপাড় বাজার এলাকার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের করইয়ানগর বড়ুয়া পাড়ার বাবু বড়ুয়ার ছেলে।
খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই অনুপম দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে অসাবধানতা বশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে সে গুরতর আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের স্বজনরা লাশের ময়নাতদন্ত করতে আগ্রহী নন। তাই আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।