নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট গরুবাজার এলাকায় আজ ১৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারীসহ ২৩ জন আহত হওয়ার সংবাদ স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশন সূত্রে জানা গেছে। তবে দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন তাদের কাছে ৭ জনের তথ্য রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল্লাহ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ইউনিক পরিবহনের বাস কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসটি খাদে পড়ে দুই নারীসহ ২৩ জন আহত হয়েছেন।
খবর পেয়ে দোহাজারী হ্ইাওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কেরানিহাটের আশশেফা হাসপাতালে ১২ জন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জনকে পাঠিয়েছেন। এছাড়াও গুরুতর আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।