নিউজ ডেক্স : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের সাতকানিয়া প্রেস ক্লাবের সহযোগিতায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালা ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তার সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
পিআইবির সিনিয়র প্রশিক্ষক মজলিস ফুয়াদের সভাপতিত্বে ও সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মাহফুজ উন নবী খোকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন।
উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন ইরাক ও আফগান যুদ্ধের লাইভ রিপোর্টের জন্য বিখ্যাত সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।